২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ‘নাখোদা মসজিদে’র কথকতা

- ছবি : আনন্দবাজার

নাখোদা একটি ফার্সি শব্দ, যার আভিধানিক অর্থ হলো- জাহাজের ক্যাপ্টেন কিংবা জাহাজ যোগে আমাদানি-রফতানি ব্যবসা করে থাকেন এমন মানুষ। বিভিন্ন বই বা ইতিহাস ঘেঁটে নাখোদা সম্বন্ধে যা ইতিহাস পুনরুদ্ধার করা যায় তা হলো- গুজরাটের কচ্ছ নামে একটা জায়গাতে কিছু সুন্নি সম্প্রদায়ের মুসলিমরা বসবাস করতেন। যাদের এক কথায় ‘কাচ্ছি মেমন জামাত’ বলা হয়ে থাকে। সেই সময় তাদের নেতা আব্দুর রহিম ওসমান ছিলেন পেশায় সমুদ্র বণিক। তিনি ১৯২৬ সালের ১১ সেপ্টেম্বর কলকাতার জাকারিয়া স্ট্রিটের সংযোগস্থলে চিৎপুরে এই মসজিদটির নির্মাণ কাজ শুরু করেন। আব্দুর রহিম ওসমান তার উপার্জিত টাকা দিয়ে এই মসজিদটির নির্মাণ শুরু করেন। তৎকালীন সময়ে ১৫ লাখ টাকা নির্মাণ খরচ বহন করেছিলেন, যার বর্তমান মূল্য প্রায় কয়েকশো কোটি টাকা, যেহেতু তিনি পেশায় একজন বণিক বা ব্যবসায়ী ছিলেন, তার নামানুসারে এই মসজিদটির নামকরণ হয় ‘নাখোদা মসজিদ’।

মসজিদের পরিধি
পশ্চিমবাংলার সর্ববৃহৎ এই মসজিদটিতে ২৫টি ছোট মিনার রয়েছে, যার উচ্চতা ১০০ ফুট। ১৫০ ফুট উচ্চতার দুটি বড় মিনারসহ গ্রানাইট পাথর দিয়ে গড়া দুইতলা বিশিষ্ট চাতালে সজ্জিত হয়েছে এই মসজিদ। মসজিদের ভেতরে ১০ থেকে ১৫ হাজার মুসুল্লি নামায কায়েম করতে পারেন, অপর দিকে চাতালগুলিতে ঈদের দিন বা অন্য বিশেষ দিনে জনসমাগমে মুসুল্লিদের সংখ্যা লাখের ওপর ছাড়িয়ে যায়।

শৈল্পিক স্থাপত্য
মুসলমানদের হাতে তিল তিল করে গড়ে ওঠা এই মসজিদটি কলকাতার অনন্য শৈল্পিক স্থাপত্য। ব্রিটিশ ভারতের রাজধানী তথা বর্তমান কলকাতাতে এই মসজিদটির নির্মাণ কাজ শেষ হয় ১৯৪২ সালে। সেই সময়ের সর্ববৃহৎ নির্মাতা প্রতিষ্ঠান ম্যাকিনটোশ বার্ন কোম্পানি বিহারের তোলেপুর থেকে গ্রানাইট পাথর এনে ইন্দো-সেরাসেনিক পদ্ধতিতে সম্পাদন করে এই সুবিশাল মসজিদটি। শ্বেতপাথরে মোড়া এই মসজিদটির ভেতরের অংশ তাজমহলের কথা মনে করিয়ে দেয়।

এই মসজিদটি ঘিরে, আশপাশে নানান রকমের দোকানপাট রয়েছে। এই দোকানগুলোতে এমনকিছু পাওয়া যায়, যেগুলো পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না।

সূত্র : পুবের কলম


আরো সংবাদ



premium cement
ফ্যাসিবাদ মোকাবেলায় আলেমদের ঐক্যবদ্ধ হয়ে কাজ থাকতে হবে : রফিকুল ইসলাম খান ১৮ বছর পর রামগড়ে জামায়েতের কর্মী ও সুধী সমাবেশ কটিয়াদীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না : শিবির সেক্রেটারি রমজানে বাজার সহনশীল করার চেষ্টা করছি : বাণিজ্য উপদেষ্টা চট্টগ্রামে ছাত্র আন্দোলনে গুলি : সেই তৌহিদ গ্রেফতার বিয়ের ৪ দিন পর লাশ হলেন নববধূ ৫৩ বছরে শোষণ-বঞ্চনার রাষ্ট্র পেয়েছি : মাসুদ সাঈদী বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সকলেই ন্যায় বিচার পাবেন : মোবারক হোসেন জয়সাওয়ালের রেকর্ড ছক্কার দিনে পার্থে দাপট ভারতের তারেক রহমান ও কায়কোবাদের মামলা প্রত্যাহার না করলে আন্দোলনের হুমকি

সকল